পুষ্টিগুণে ভরপুর
কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। USDA National Nutrient Database তথ্যমতে ১ আউন্স (২৮.৩৫ গ্রাম) কাঁচা কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। যথা-
- শক্তি- ১৫৭ ক্যালরি;
- শর্করা-৮.৫৬ গ্রাম;
- চিনি-১.৬৮ গ্রাম;
- আঁশ-০.৯ গ্রাম;
- আমিষ-৫.১৭ গ্রাম;
- চর্বি-১২.৪৩ গ্রাম;
- ক্যালসিয়াম-১০ মিলিগ্রাম;
- সোডিয়াম- ১.৮৯ মিলিগ্রাম;
- আয়রন- ৮৩ মিলিগ্রাম;
- ম্যাগনেসিয়াম-১৮৭ মিলিগ্রাম;
- পটাসিয়াম-১৬৮ মিলিগ্রাম;
- ফসফরাস-৩ মিলিগ্রাম;
- সোডিয়াম-১.৬৪ মিলিগ্রাম।
তাছাড়াও ভিটামিন এ, সি, ই এবং বি সহ কপার, ম্যাংগানিজ, সেলেনিয়াম, এন্টিঅক্সিডেন্ট কাজু বাদামে বিদ্যমান। যা ওজন হ্রাস, রক্তে শর্করার নিয়ন্ত্রণ সহ মজবুত হাড় ও দাঁত তৈরিতে সাহায্য করে।
কাজু বাদামের উপকারিতা
অসাধারণ স্বাদ আর পুষ্টিগুণের পাশাপাশি কাজু বাদামে আছে দারুণ কিছু উপকারিতা। যা হলো-
ওজন কমাতে সাহায্য করতে পারেঃ অন্যান্য বাদাম বেশি পরিমাণে ক্যালোরি এবং চর্বি সমৃদ্ধ। অতএব, যারা ওজন কমাতে ইচ্ছুক তাদের ঐতিহ্যগতভাবে তাদের খাদ্যে বাদামের পরিমাণ সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে।তবে গবেষণায় দেখা গেছে যে, কাজু বাদামে যে পরিমাণ ক্যালোরি থাকে, তার ৮৪ শতাংশই হজম করতে এবং শুষে নিতে পারে মানব দেহ। এ ছাড়া এটি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ক্ষুধা কমাতে এবং পেটভরা রাখতে সহায়তা করে বলে ওজন কমার সম্ভাবনা থাকে অনেক।
হার্টের ভালো রাখতে উপকারীঃ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে উপকারী হিসেবে কাজ করে কাজু বাদাম। এ ছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে, কাজু বাদাম নিয়মিত খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। যা হার্টের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে।
টাইপ-2 ডায়াবেটিস রোগীদের জন্য উপকারীঃ টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা তাদের খাদ্যতালিকায় কাজু যোগ করলে উপকার পেতে পারেন। কারণ কাজু বাদাম ফাইবারের একটি ভালো উৎস, এর পুষ্টিগুণ রক্তে শর্করার বৃদ্ধি রোধ করতে সহায়তা করে এবং যা টাইপ 2 ডায়াবেটিসের বিরুদ্ধে সুরক্ষা দেয় বলে বিশ্বাস করা হয়। সাম্প্রতিক একটি গবেষণায়, টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যারা তাদের দৈনিক ক্যালোরির 10% কাজু খেয়েছিলেন তাদের সামগ্রিকভাবে কম ইনসুলিনের মাত্রা ছিল যারা একেবারেই কাজু খাননি তাদের তুলনায়। যা রক্তে শর্করা নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Reviews
There are no reviews yet.